তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও জাতীয় প্রকল্প পরিচালক শিরীনা দেলহুর বলেছেন, বর্তমান সরকার শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠাতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার নারীদের শিক্ষা এবং নিরাপদ মাতৃত্বসহ তাদের স্বাবলম্বী করে তুলতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শিশু ও নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আন্তরিক থাকতে হবে।
তিনি গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন বালাগঞ্জের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় সভাপতির বক্তৃতা করেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
তথ্য অফিসের ঘোষক মো. লেবাছ উদ্দিন ও অফিস সহায়ক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী অফিসার উজ্জল শীল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মো. কামরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, শিক্ষক সাইফুল ইসলাম, লাল মোহন দাস নান্টু, সঞ্জীব দাস, শিক্ষিকা দোলন ভৌমিক, সীমা রানী দাস, সাহেদা বেগম, মমতা প্রকল্পের সমন্বয়কারী প্রশান্ত কুমার দাস, টেকনিক্যাল অফিসার আম্বিয়া খানম, সূচনা প্রকল্পের এফএফ আছমা আহমদ মিতু প্রমুখ।