বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত



বালাগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার নববর্ষের প্রথম দিন (০১ জানুয়ারি) পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে বিকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। বালাগঞ্জ উপজেলার ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার আহবান জানান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীদিনের সম্ভাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনীতিক নেতৃবৃন্দ।

এদিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর উচ্চ বিদ্যালয়, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!