বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন



সিলেটের ফেঞ্চুগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুন) এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মধ্যে ছিল- মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে র‌্যালিটি  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আসে, এবং সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও হোসাইন আহমদ বিপ্লবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সঞ্চিতা কর্মকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, খালেদ চৌধুরী (ওসি তদন্ত), ২ নং মাইজগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরী, ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলু, কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামন ও সাংবাদিক আর কে দাস চয়ন প্রমুখ।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মসজিদের মোয়াজ্জিন ইকবাল হোসেন ও গীতা পাঠ করেন যুব উন্নয়ন অফিসার সুব্রত কর।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!