সিলেট ৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন- সিলেট ৩ আসনকে একটি আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আমি প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে আগামী ২৮শে জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকল ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
সোমবার (১২ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গন সংযোগ ও পৃথক পৃথক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন নৌকার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন ও বদরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন- ত।