গত ২৪ ঘণ্টায় সিলেটে বিভাগে করোনায় মৃত্যু ৯ জন । গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪৩৩ জন রোগীর মধ্যে ২৬৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ৯৮ জন এবং মৌলভীবাজারের ৩৪ জন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ২৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৮৯১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ২২৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৩১ জন, হবিগঞ্জে ৩ হাজার ৩৮৪ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮৫০ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের ৭ জন সিলেট ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এনিয়ে সিলেট বিভাগে ৫৪৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৩৭ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৪২ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৫ হাজার ৬১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫৯৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২১৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭২ জন।