বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জে নারী মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাল্যবিবাহ একটি মেয়ের জন্য অভিশাপ : ইউএনও দেবাংশু সিংহ



বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেছেন, বাল্যবিবাহ একটি মেয়ের জন্য অভিশাপ।বাল্যবিবাহ সংকুচিত করে দেয় নারীর পৃথিবী। পরিবারে মায়েদের গুরুত্ব অপরিসীম।

নারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, আমাদের আশেপাশের পুকুর ও ডোবা গুলোকে আমরা কাজে লাগিয়ে সমাজকে স্বাবলম্বী করতে হবে।

মাদকের কুফল সম্পর্কে বলতে গিয়ে ইউএনও আরো বলেন, আমাদের শক্ত হাতে মাদককে প্রতিহত করতে হবে।

শনিবার বিকেলে উপজেলার করচারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগীতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী মৎস্য চাষীদের দোড়গোরায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন, ভ্রাম্যমাণ মাটি ও পানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক ( অঃদাঃ)। সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তারেক আহমদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণে করচারপাড় এলাকার বিভিন্ন বয়সী প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!