বালাগঞ্জে সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাবদ প্রবচন যজ্ঞ সম্পন্ন হয়েছে সোমবার (২৭ মার্চ) দুপুরে বালাগঞ্জ শ্রীশ্রী গোপীনাথ জিউ আশ্রমে। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যগোপাল গোস্বামী। এতে বক্তব্য রাখেন আয়োজনকারী বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, এসরাকের প্রতিষ্টাতা সভাপতি ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক। উপস্থিত ছিলেন তাঁহার সহধর্মিনী ডাঃ বাসন্তী রানী বনিক।
৫৬ প্রহরব্যাপী এ গীতা প্রবচন পাঠ করেন বিভিন্ন পাঠক। তাঁদের মধ্যে শ্রী মহৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, নিত্য গোপাল গোস্বামী, রাম চন্দ্র দেবনাথ অপু, গোবিন্দ লাল গোস্বামী, মহানামব্রত চক্রবর্ত্তী,পন্ডিত অনঙ্গ মোহন দেবনাথ, অর্পন দাস, সাগর কৃষ্ণ দাস, পন্ডিত বীরেশ দেবনাথ, অজিত দাস শ্যামল, অরুন কান্তি গোস্বামীসহ অন্যান্য পাঠকবৃন্দ। অনুষ্ঠানে প্রতিদিনই মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং ব্যাপক সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতি ছিলো।