প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতি ও এডুকেশন ট্রাস্ট ‘আনারস গ্রুপ’ এর উদ্যোগে সোমবার (২৭ মার্চ)পূর্ব লণ্ডনের মাইদিয়া গ্রিল রেস্টুরেন্টে এক ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বী আলহাজ্ব মো. খলিছ মিয়া এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শেখ মনোয়ার হোসেন।
উপস্থিত মুসল্লিদের উদ্যেশ্য রমজানের তাৎপর্য বর্ণনা করে এবং সবাইকে ইসলামের বরকতময়, শান্তি ও কল্যাণের পথযাত্রী হবার আহবান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ডঃ শফি আহমেদ এবং ইফতার পূর্ব দুয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. গোলাম কিবরিয়া। জনাকীর্ণ এ ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি শফিক উল্লাহ মিসলু, প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের চেয়ারপারসন বদরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার বার নির্বাচিত সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর এম এ মালেক, কাউন্সিলর এম এ মান্নান, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সভাপতিবৃন্দের মধ্যে অধ্যাপক মাসুদ আহমেদ, এম এ গফুর এবং নেসার আলী সমসু, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, এম এ কাইয়ুম, হারুনুর রশীদ এবং রশীদ আহমদ। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ তাজীর উদ্দিন মান্নান এবং মিজানুর রহমান মীরু। এছাড়াও উপস্থিত ছিলেন – সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, অধ্যাপক মোঃ শাজাহান, সলিসিটর জাকির আহমেদ, বিশিষ্ট মুরব্বী ছুফি মিয়া, আনসারুল হক, ফজলু মিয়া, সুরুক মিয়া, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মোশাহিদ আলী, আসাদুজ্জামান আহমদ, মো. ফজল উদ্দিন, সমিতির বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হাকিম জিলু, সাবেক কোষাধ্যক্ষ আজাদুর রহমান আজাদ, এনাম চৌধুরী, শামীম উদ্দিন, সার্জন খান, রুহুল আমিন দোলন, তহুর আলী, চুনু চৌধুরী, আবুল কালাম, রুহেল আলী, ফয়জুর রহমান ফয়েজ, এম এ আজিজ, সুলতান মাহমুদ, রুহেল আহমদ, সৈয়দ ফারুক কামাল, মোহাম্মদ আলী, বাবুল আহমদ কামালী, মো. আসক আলী, আব্দুল জলিল চৌধুরী, আব্দুল মতিন, শাহজাহান আলম, সিরাজুল ইসলাম মামুন, মতিউর রহমান, মোহাম্মদ আলী হোসেন, ইলিয়াস আহমদ, কবির উদ্দিন, খালেদ আহমদ মিনহাজ, সাইফুর রহমান, সাইফুল ইসলাম হেলাল, নাসার আহমেদ, জোবায়ের মিটন, রিপন মিয়া, শেখ মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, ছানা মিয়া, মতিউর রহমান, হারুন মিয়া, শাহ ইলাছ মিয়া, ময়নুল ইসলাম, আবুল ফাত্তাহ, সুহেল আলী, কামরান আহমদসহ আরও অনেকে। প্রাণবন্ত এ মাহফিলে বালাগঞ্জ ওসমানীনগর তথা দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।