আরব আমিরাতের আজমান শহরে গত ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণকারী বালাগঞ্জের ৩সন্তানের জনক আব্দুল জব্বার শাহানের লাশ আজ দেশে এসে পৌঁছেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ শনিবার সকাল ৭টায় লাশ সিলেট এসে পৌঁছে। একই দিন বিকাল ২টায় বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের বাড়িতে শাহানের দাফন সম্পন্ন হবে।
মৃত আব্দুল জব্বার শাহানের পারিবারিক সূত্রে জানা গেছে, বালাগঞ্জের নশিওরপুর গ্রামের রাশিদ উল্লাহর বড় পুত্র আব্দুল জব্বার শাহান গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় দিবাগত ভোর ৪টায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর পরিবারে স্ত্রী, ৩পুত্র, মা এবং ৪ভাই ও ২বোন রয়েছেন।
এ বিষয়ে আলাপকালে আমিরাতস্থ ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ জানিয়েছিলেন, আব্দুল জব্বার শাহানের ময়না তদন্ত গত বৃহস্পতিবার শেষ হয়েছে। মৃতদেহ কফিনে ঢুকিয়ে রাখা হয়েছে। আরব আমিরাত সময় শুক্রবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে। সব কিছু ঠিক থাকলে শনিবার (০৫ অক্টোরব) সকাল ৮টার মধ্যেই সিলেট মৃতদেহ পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ আরো জানিয়েছিলেন, শাহানের মৃতদেহ দেশে আনার ব্যাপারে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে। এসব টাকা ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ ইউএই’র মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে আরব আমিরাত প্রবাসী হাজী শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মুকিত, সালাহ উদ্দিন মধু, কাওসার আহমদ, সহ প্রবাসী অন্যান্য ব্যক্তিবর্গের প্রতি তাঁরা ধন্যবাদ জানান।
আব্দুল জব্বার শাহান মাত্র আড়াই মাস আগে আরব আমিরাত গমন করেন। সেখানে তিনি আরও দুই প্রবাসীসহ একই বাসায় থাকতেন। ঘটনার দিন ভোরে বাসার অন্য দু’জন তাদের কর্মস্থলে চলে যান। পরবর্তীতে শাহান নির্ধারিত সময়ে কর্মস্থলে না যাওয়ায় সকালে একজন ফিরে এসে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে শাহানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহানের পরিবারের পক্ষ থেকে আজ শনিবার বিকাল ২টায় জানাজার আয়োজন করা হয়েছে।