সিলেটের বালাগঞ্জ উপজেলার বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ুয়া ছাত্রী সুমাইয়া হত্যা মামলায় সন্দেহজনক ভাবে লিটন মিয়া নামের একজনকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত লিটন মিয়া (৩৫) বোয়ালজুড় ইউনিয়নের মোবারকপুর (ঘাগরাকান্দি) গ্রামের মানিক মিয়ার ছেলে। সোমবার (২৭ মার্চ) আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী। তিনি জানান, স্কুল ছাত্রী হত্যাকান্ডে কে বা কারা জড়িত তা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দশম ছাত্রী সুমাইয়া খুন হয়। পেকুয়া ব্রিজের আশপাশ ঝোঁপ-জঙ্গল থেকে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে বালাগঞ্জ থানা পুলিশ। ২৩ মার্চ নিহতের ভাই ইসকন্দর মিয়া বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-০৬। সুমাইয়া বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর (হেকিম আলী) গ্রামের আইন উল্যার কনিষ্ঠ মেয়ে।