রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় বিএনপির শোক র‌্যালি বৃহস্পতিবার



পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির পদযাত্রায় নিহত নেতাকর্মীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় ঢাকার নয়াপল্টনে শোক র‌্যালি করবে দলটি। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীতে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, দুইদিনের পদযাত্রা কর্মসূচিতে প্রমাণিত হয়েছে এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে এ আন্দোলন। আর জনগণের জন্য এই সরকারকে হটাতে হবে। যত গুম-খুন হয়েছে তার জন্য এ সরকারকে কাঁঠগড়ায় দাঁড়াতে হবে।

আদালতের দোহাই দিয়ে রেহাই পাবেন না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটা গুম খুনের পাই পাই হিসাব নেয়া হবে।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল নয়টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!