বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের ইফতার সামগ্রী বিতরণ



যুক্তরাজ্যস্থ ‘পূর্ব গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’-এর পক্ষ থেকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১শ ৬৫টি পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত সোমবার (১২ এপ্রিল) দুপুরে স্থানীয় হাড়িয়ার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণী অনুষ্ঠিত হয়।

‘পূর্ব গৌরিপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’-এর সভাপতি আলহাজ্ব সিরাজ বেগ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা কাদির আল হাসান, সংস্থার কর্মকর্তা হাজী আব্দুল মালিক, শেখ ফারুক মিয়া, দেলওয়ার হোসেন বেগ, আব্দুল হান্নান চৌধুরী, মির্জা শরীফ আহমদ, মশাহিদ আলী, মাওলানা শেখ মনোয়ার হোসেন, ফয়জুল ইসলাম, এমরান বেগ এবং রুমেল আহমদের অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – পূর্ব গৌরিপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মুকিত চৌধুরী, কাজী মাওলানা লুৎফুর রহমান সিরাজী, লিটন বেগ, আব্দুস সালাম, কাজী ফরিদ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সদস্য তারেক আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!