শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লণ্ডনে ছুরি হামলা: দুই পুলিশ কর্মকর্তা আহত



লণ্ডনে ছুরি হামলায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। লেস্টার স্কয়ারের কাছে এই হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তবে এখনই একে সন্ত্রাসী হামলা বলছে না তারা। আহত পুলিশদের অবস্থা স্থিতিশীল এবং তাদের জীবনের কোনো ঝুঁকি নেই। এ হামলার নিন্দা জানিয়েছেন লণ্ডনের মেয়র সাদিক খান।

বিবিসি জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ছুরি চালিয়েই পালানোর চেষ্টা করেন। তবে তাকে ধরে ফেলে পুলিশ। এতে ওই ব্যাক্তিও আহত হয়েছেন বলে জানা গেছে। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি।

এ নিয়ে মেয়র সাদিক খান বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে ওই দুই পুলিশ কর্মকর্তা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। আমি তাদের সুস্থতা কামনা করছি এবং তার পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!