সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর মাদ্রাসাবাজার উপ-শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুরুগাঁও গ্রামের – মো. গনি মিয়া আর নেই।
তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, ১ মেয়ে ও ২ ছেলে, ২ভাইসহ আত্মীয় স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন রাত ১১টায় গহরপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় জনপ্রতিনিধি, আলেমসমাজ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসল্লীগন শরিক হন। জানাজায় ইমামতি করেন- মাওলানা আমিনুল ইসলাম।
এর আগে বাদ আছর অটোরিকশা (সিএনজি) মাদ্রাসাবাজার উপশাখা কার্যালয়ে- শ্রমিক নেতা মো. গনি মিয়ার মাগফেরাত কামনা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এ মাহফিলে গহরপুর জামিয়ার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হোসেনসহ সর্বস্তরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- জামিয়া গহরপুর এর মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম ( হাজীপুরী)।