সিলেট ৩ আসনের মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ৪০ দিন শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল’র আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তি যোদ্ধা যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট ৩ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল শহীদ কাজল।
বৃহস্পতিবার ২২ এপ্রিল ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় হযরত শাহ সৈয়দ আলী জামে মসজিদে বাদ এশা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে এমপি মাহমুদ উস সামাদ চোধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাসুম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- অত্র এলাকার শতাধিক মুসল্লীরা সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।