দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব রেহান উদ্দিন আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটের সময় তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব রেহান উদ্দিন দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব রেহান উদ্দিন দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম গৌছ উদ্দিন সাহেবের ছোট ভাই এবং জামেয়া ইসলামিয়া তাওয়াক্কুলিয়া রেংগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা বদরুল আলমের চাচাতো ভাই। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শিকড়সন্ধানী প্রকাশনা আনোয়ারা পরিবার গভীরভাবে শোকাহত।