রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিমের পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত



বালাগঞ্জে বিগত ইউপি নির্বাচনে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী ছহুল এ মুনিমের পরিবারের পক্ষ থেকে দেওয়ান ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৪ জুন) দিনব্যাপী স্থানীয় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তপুর মাদ্রাসা, গহরপুর আল ফালাহ্ একাডেমি, হজরত শাহ জামাল দারুস সুন্নাহ মাদ্রাসা জামালপুর ও শাহপুর এবং নিয়ামতপুর এলাকার আশ্রয় কেন্দ্র সমূহে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সুহেল বারী পরিচালনায় পৃথকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম সালেহ, দেওয়াবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তণ মেম্বার মো. সুরুজ আলী, জামালপুর হজরত শাহজামাল দারুস সুন্নাহ মাদ্রাসা মুহতামিম মাওলানা ফজলুর রহমান ফজলুর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা মকদ্দছ আলী, মো. চুনু মিয়া, খায়রুল ইসলাম, লাল মিয়া, আমির মুহাম্মদ শুভ, কৃষক লীগ নেতা জমির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার শামীম আহমদ, আশিকুর রহমান আশিক ও রোকিয়া বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও তরুণ সংগঠক খালেদ আহমদ, দুলাল মিয়া দুলা, আতার মিয়া, রুশন আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!