বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাফিউল ইসলাম মিটুর পারিবারিক উদ্যোগে বন্যার্তদের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রতনপুর গ্রামের হাফিজ শাফিউল ইসলাম মিটুর পারিবারিক উদ্যোগে তিনদিনের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন হয়েছে।

২২ জুন স্থানীয় রতনপুর গ্রামস্থ নিজবাড়ীতে এলাকার ২শতাধিক সুবিধাবঞ্চিত বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের শুরু হয়।

প্রথম দিন রতনপুর, সিরাজপুর, দ্বিতীয় দিন কান্দিগাও মোকামবাড়ী এবং শেষদিনে শুক্রবার (২৪জুন) স্থানীয় চর আলাপুর গ্রামের বন্যাকলিত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রি বিতরণ করেন ফাফিজ শাফিউল ইসলাম মিটু।

খাদ্যসামগ্রী বিতরণকালে সাথে ছিলেন তাঁর চাচাতো ভাই রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম।

আলাপকালে- হাফিজ শাফিউল ইসলাম মিটু আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, তিনদিনের খাদ্যসামগ্রী বিতরণ সমাপ্ত হলেও অতীতের মতো পারিবারিক উদ্যোগে মানবসেবামূলক কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!