শীতলপাটির রাজধানী বালাগঞ্জ উপজেলা নিয়ে নতুন স্বপ্নবুনা শুরু করেছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় ছেষট্টি হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী সাংসদ হাবিবুর রহমান হাবিব।
১৪ সেপ্টেম্বর হাবিবুর রহমান প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন এবং ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংসদে প্রথম বারের মতো তাঁর বক্তব্য উপস্থাপন করেন। সংসদে বক্তৃতার প্রথম দিনই এমপি হাবিব বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণায় দেয়া তাঁর একাধিক অঙ্গীকারের কথা মহান জাতীয় সংসদে পেশ করেন।
সাংসদ হাবিবুর রহমান বলেন- ❝মাননীয় স্পীকার, আমি এই সংসদে দাঁড়িয়ে বলতে চাই আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জে আমাদের বড়ভাঙ্গা নদীর উপরে মাননীয় প্রধানমন্ত্রীর নামে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পরেও এটি এখনো বাস্তবায়িত হয়নি। কুশিয়ারা নদীর উপরও সেতু বাস্তবায়িত হয়নি❞।
এদিকে, সাংসদ হাবিবুর রহমানের এই বক্তব্য ইতোমধ্যেই বালাগঞ্জ উপজেলায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। বালাগঞ্জের বিভিন্ন স্থরের জনসাধারণের ফেসবুক টাইমলাইনে প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় আটকে থাকা শেখ হাসিনা সেতুর বাস্তবায়নে এমপি হাবিবুর রহমান যেভাবে কাজ শুরু করেছেন তাতে নিঃসন্দেহে বলা যায় সেতুটির কাজ অচিরেই শুরু হবে।