রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মনোযোগসহকারে পিতামাতার স্বপ্ন বাস্তবায় করতে হবে: মোস্তাকুর রহমান মফুর

বালাগঞ্জে শিক্ষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শিক্ষা উপকরণ বিতরণ



মহান শিক্ষা দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাকুর রহমান মফুর।

তিনি প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্র বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, স্বাধীনতা সংগ্রামের সংগ্রামের সময়  আমি প্রাইমারির ছাত্র ছিলাম। আমরা ৯ মাস স্কুলে যেতে পারিনি, পাঞ্জাবীরা বাড়িতে আসতো , গুলি করে মারতো, বইখাতাও পানিতে ভেসে গিয়েছিল, তোমাদের তো হয়নি, তবে অবশ্যই মহামারি করোনা পরিস্থিতিতে আমরা সবাই অনেক কষ্টে ছিলাম। যাই হোক সবকিছু আল্লাহ্ পাকের ইচ্ছে। সকল প্রকার বাঁধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। মনোযোগসহকারে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে পিতামাতার স্বপ্ন বাস্তবায় করতে হবে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হুসেন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম অনিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থবিষয়ক সম্পাদক মোঃ দিলু মিয়া বিএ, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের যুগ্নআহবায়ক হাজী মোঃ সাইস্থা মিয়া, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার, আওয়ামী লীগ নেতা শাহ আব্দুস ছত্তার, গিয়াস উদ্দিন, আইয়ুব উল্লাহ্ মেম্বার, সমুদ্দিন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মতাহি আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল্লাহ্ রহমান, সিলেট জেলা শেখ রাসেল পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের আহমদ খান রাজু, আব্দুল কামিল, মালেক আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মশরুর, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ রাসেল পরিষদ নেতা জেবলু আহমদ, নজির উদ্দীন, শেখ আবু নাঈম, মাজেদুর রহমান ইমন, সালেহ আহমাদ , আকরাম আহমদ, মিজানুর রহমান, মামুন আহমদ, তানজিল আহমদ, তোফায়েল আহমাদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!