জালালপুর ডিগ্রি কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) কোর্সের ওরিয়েণ্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিংবডির সভাপতি স্নিগ্ধা তালুকদার। প্রধান অতিথির বক্তৃতাকালে ইউএনও স্নিগ্ধা তালুকাদার বলেন, সমৃদ্ধ দেশ এবং জাতি গঠনের জন্য বর্তমান শিক্ষার্থীদের পড়ালেখা করে যোগ্য মানুষ হতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামীদিনের কর্ণধার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ।
কলেজের শিক্ষক কামরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – কলেজ গভর্ণিং বডির সদস্য শহিদুর রহমান শাহীন, এমএ শহিদ পংকি, সৈয়দ মোকারিম আলী, ফারুক আহমদ, কলেজের উপাধ্যক্ষ নেলি কর, কলেজের শিক্ষক নির্মলেন্দু দেব, শাজাহান মাসুক, মোবারক হোসেন, নূরজাহান বেগম, মেহেরুন নাহার চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, এবাদুর রহমান, মো. বশির আহমদ, মোহিবুর রহমান, সুমন শেখ, বিপুল দাস, রায়হান আহমদ, ফাতেমা জেসমিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ। অনুষ্ঠানে স্নাতক (পাস) কোর্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।