বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়



বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে বালাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস। এ সময় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানকালে ভোক্তা অধিকার আইনে দু’টি প্রতিষ্ঠানকে ১হাজার টাকা করে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনাভাইরাসজনিত দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১টি মামলায় ৫শ টাকা এবং পৃথক দু’টি মামলায় ১শ টাকা করে আরও ২শ টাকা জরিমনা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!