বালাগঞ্জে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও ২নং বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার এর সভাপতিত্বে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বোয়ালজুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শহিদুজ্জামান চৌধুরী বাছা, সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সদস্য মোঃ মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষক এম এ কাইয়ুম দুলাল, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সহ সভাপতি ডাঃ এইচ এম ফজলু মিয়া ও সিলেট জেলা তাতীলীগ এর সদস্য গিলমান আহমদ তালুকদার, যুবলীগ নেতা জাহেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকীব জুয়েল, ছাত্রলীগ নেতা কাজীসহ বোয়ালজুর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত সদস্য, সদস্যা ও আওয়ামী পরিবারের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।