তিনি গতকাল শুক্রবার বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়কারী সাংবাদিক হেলাল নির্ঝর, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজু আহমদ লুলু, যুবদল নেতা রেজাউল করিম প্রমুখ।
এদিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী শুক্রবার (০৮ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মাদরাসা বাজার, মোরারবাজার, দেওয়ানবাজার প্রভৃতি এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।