মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নশিওরপুর বাজারে আনারস মার্কার সমর্থনে মোহাম্মদ গোলাম রব্বানীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন, বালাগঞ্জের মানুষ শান্তি চায়, তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আনারস মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। তিনি বলেন, আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন আমি সততা এবং ইনসাফের সাথে দায়িত্ব পালন করবো।

তিনি গতকাল শুক্রবার বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়কারী সাংবাদিক হেলাল নির্ঝর, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজু আহমদ লুলু, যুবদল নেতা রেজাউল করিম প্রমুখ।

এদিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী শুক্রবার (০৮ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মাদরাসা বাজার, মোরারবাজার, দেওয়ানবাজার প্রভৃতি এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!