রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পূর্ব গৌরীপুরে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক



আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জৈষ্ঠ রাজনীতিবিদ মোস্তাকুর রহমান মফুরের নৌকা মার্কার সমর্থনে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সেন্টার কমিটির আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নৌকা মার্কার সমর্থনের এ উঠান বৈঠক উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাংশু রঞ্জন দাশ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরমান আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান আজমান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য খলিলুর রহমান খলকু মেম্বার, আওয়ামী লীগ নেতা আফতাব আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন কালাই, আওয়ামী লীগ নেতা শাহিন আহমদ, প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশীদ জায়েদ, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ জুবেল ও ছাত্রলীগ নেতা কাওসার আহমদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আগামী ১৮ মার্চ বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাকুর রহমান মফুরের নৌকা মার্কার বিজয় নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!