সিলেটের বালাগঞ্জ-তাজপুর রাস্তার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের পাশে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হকের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে সর্বমোট তিনটি স্পীড ব্রেকার স্থাপন হচ্ছে। স্পীড ব্রেকার স্থাপনের কাজ পরিদর্শনে মঙ্গলবার সকালে বোয়ালজুড় এলাকায় যান বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক। এ সময় বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল কামাল, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত সোমবার দুপুরে উপজেলার বালাগঞ্জ-তাজপুর সড়কের বোয়ালজুড় এলাকায় একটি অটো-রিক্সার ধাক্কায় বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা বিদ্যালয় ছুটির পর বাড়ী ফিরছিল। এ দুর্ঘটনায় তাৎক্ষনিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বালাগঞ্জ-তাজপুর সড়কে অবরোধ করলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও বালাগঞ্জ থানা পুলিশের অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
সূত্র জানায়, চলতি মাসে এই সড়কে প্রায় ৫টি দুর্ঘটনা ঘটেছে। তাই স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষীতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মোট ৩টি স্পীড ব্রেকার স্থাপন হচ্ছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বালাগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এ সময় তিনি সহযোগীতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।