বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুদক এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ



বালাগঞ্জে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ আগস্ট (সোমবার) বিকালে উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আলম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, প্রবীণ সামাজসেবী আবু বক্কর সিদ্দিকী, রফিক আহমদ, সিলেট জেলা স্কাউটের সহকারী কমিশনার ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক জেসমিন বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিত্যান্দ দাশ নিতাই, আব্দুস শহীদ জাহাদ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক আব্দুল কাদির, আব্দুস শহীদ, মুমিন মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে ৮৩জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা ও স্কেল বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!