বালাগঞ্জ উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (০১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন।
সহকারী শিক্ষক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমা বেগম, শিক্ষক রঞ্জিত মোহন দাস প্রমুখ