আজ ২ জানুয়ারী ক্রীড়া সংগঠক, বাফুফে রেফারি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ এমরানুর রহমান ইমরানের ৪৫তম জন্মদিন। এমরানুর রহমান ২ জানুয়ারি ১৯৭৫ সালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম মোঃ আজাদুর রহমান (মাস্টার) ও মাতার নাম নুরজাহান বেগম। দু’জনই পরলোকগত।
এমরানুর রহমান ছাত্রাবস্থায়ই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্ররাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। তিনি ১৯৮৮ সালে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলের শিক্ষার্থী থাকাকালীন সময় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তাজপুর ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করে তাজপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। পরে বিএসএস (পাস) – এ এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কলেজ ছাত্রলীগের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাথে ও যুক্ত হন। তিনি ২০০২ সালে বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তাছাড়া তিনি বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি।
রাজনীতিতে নিবেদিত প্রাণ হওয়া সত্ত্বেও খেলাধুলায় তাঁর রয়েছে প্রচুর আগ্রহ। তিনি বাফুফে এর নিয়মিত রেফারি ও বালাগঞ্জ উপজেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। একাধারে একজন সফল ক্রীড়া সংগঠক এমরানুর রহমান ইমরান – জামালপুর ইউনিটি স্পোর্টিং ক্লাব ও বালাগঞ্জ মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক।
একজন সমাজ সচেতন মানুষ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও নিজেকে সম্পৃক্ত রাখতে তিনি সবসময় স্বাচ্ছন্দবোধ করেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলা শাখার আজীবন সদস্য।