শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বালাগঞ্জ ইউনিয়নের সার্বজনীন পূজামন্ডপে চাল ও ডাল প্রদান



শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ ইউনিয়নের সার্বজনীন পূজামন্ডপ কমিটির সাথে ইউনিয়ন ও আইন শৃংখলা কমিটির এক মতবিনিময় সভা গত শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ও ১১টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত পূজা মন্ডপে ১ বস্তা চাল ও ১ বস্তা ডাল প্রদান করা হয়েছে।

মন্ডপ গুলো হল – বালাগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপ, বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজা মন্ডপ, চাঁনপুর যুব সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, রাধাকোনা সার্বজনীন শারদীয় পূজা মন্ডপ, গোপীনাথ সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, আদিত্যপুর সার্বজনীন পূজা মন্ডপ,আদিত্যপুর নবজাগরণ সার্বজনীন পূজা মন্ডপ, চরভিতা সার্বজনীন পূজা মন্ডপ, সত্যপুর সার্বজনীন পূজা মন্ডপ, রিফাতপুর লালবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, বড়চর ইলাশপুর সার্বজনীন পূজা মন্ডপ ও উপজেলা কমপ্লেক্সের রাখাল দেবনাথের বাসা পূজা মন্ডপ।

শনিবার বালাগঞ্জ ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে বালাগঞ্জ সদরের ১২টির প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দের নিকট এ চাল ও ডাল বিতরণ করে দেন সদর ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল মুনিম। এ সময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি নয়ন তালুকদার, ইউপি সচিব রঙ্গেস কুমার দাস, পুলক দাস দুরন্ত, মুফাজ্জুল হোসেন গেদা, শাহিন সেলিম, ইউপি সদস্য ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!