শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে কোরবানির মাংসে ‘আল্লাহ’!



বালাগঞ্জে কোরবানির রান্না করা গরুর মাংসে আরবি হরফে ‘আল্লাহু’ খচিত একটি টুকরো পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতুহল বিরাজ করছে। বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ আগস্ট) কোরবানির দিন রাতে সোনাপুর পূর্ব পাড়ার প্রবাসী জহুর আলীর বাড়িতে গৃহিনী শেফা বেগম ঈদুল আযহার কোরবানির গরুর মাংস রান্না করেন। রান্না শেষে খাবার পরিবেশনের সময় শেফা বেগমের মেয়ে দ্বাদশ শ্রেণির কলেজ শিক্ষার্থী ফাহিমা আক্তার লিজা আরবি হরফে ‘আল্লাহ’ খচিত মাংস খণ্ড দেখতে পান।
এ সংবাদটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দেয়। লোকজন প্রবাসী জহুর আলীর বাড়িতে জড়ো হন। ইউপি সদস্য আব্দুর রশীদ, মাওলানা আতহার আলী প্রমুখ মাংসের টুকরোয় ‘আল্লাহ’ খচিত থাকার বিষয়টি অবগত হন।

এ বিষয়ে আলাপকালে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া কোরবানির মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ খচিত মাংসখ- পাওয়া গেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!