বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মোছা. হাজেরা বেগম, খালেদা সুলতানা, মোছা. নাছরিন আক্তার, নিবেদিতা ধর, লাভলী বেগম, মেমতা জাহান রিমা বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রভৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।