শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার পাঠদান কার্যক্রম উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে রতনপুর রওজাতুল উলমু মহিলা মাদ্রাসা’র আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম (পাঠদান) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুকিত। ১৫শতক ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত এ মাদ্রাসার প্রথম শিক্ষাবর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইকবাল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, শাহ সুলতান রহ. মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নূমানুল হক চৌধুরী, গহরপুর মাদরাসার প্রধান মুফতি আব্দুল্লাহ, শিক্ষক হাফিজ শামসুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, প্রবাসী মাওলানা আব্দুল আহাদ সালেহ, প্রবীণ সমাজকর্মী তেরা মিয়া, গৌছ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ব্যবসায়ী দৌলত খান, ইমাম উদ্দিন, মাদ্রাসার ভূমিদাতা ও শুরা কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল হান্নান, হাজি মিনার মিয়া, সদস্য সুহেল বারী, মাওলানা নূরুল মুত্তাকিন নাইফ, মাওলানা রুজেল আহমদ, আলী আহমদ, সাইদুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি ছুরাব আলী, আবুল মিয়া, সুয়েব মিয়া, শের আলী, আকলাছ আলী, সুমন আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!