শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আগামী শুক্রবার থেকে শুরু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

চলতি বছর বালাগঞ্জে ৩১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে : প্রস্তুত সবকটি মন্ডপ



আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।

চলতি বছর বালাগঞ্জে ৩১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৮টি সার্বজনীন মণ্ডপের পাশাপাশি ৩টি ব্যক্তিগত মণ্ডপ রয়েছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানের ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট পূজা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর বালাগঞ্জ উপজেলার ৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৮টি সার্বজনীন মণ্ডপের পাশাপাশি ৩টি ব্যক্তিগত মণ্ডপ রয়েছে। আগামী শুক্রবার (৪ অক্টোবর) থেকে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত এসব মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের ব্যাপারে বালাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পূজা পরিষদসহ সংশ্লিষ্ট মণ্ডপ কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে গত ২৪ সেপ্টেম্বর বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও (ফেঞ্চুগঞ্জ ইউএনও) মো. জসিম উদ্দিন।

এদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়ার পক্ষ থেকেও দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও উপহার প্রদান করা হয়েছে।

দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে আলাপকালে বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা স্থাপন এবং সাজসজ্জার কাজ চলছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রতিবারের মত এবারও বালাগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে তারা আশা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক, পূজা পরিষদ ও সমাতন ধর্মাবলম্বী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিগনির্দেশনা প্রদান করা হয়েছে।

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর সমাতন ধর্মাবলম্বিদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বালাগঞ্জের সকল ধর্মের মানুষের মধ্যে দীর্ঘকালের সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। বালাগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, পূজা পরিষদ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে মনিটরিং সেল, স্বেচ্ছাসেবক বাহিনী গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!