সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বিএনপির আহ্বায়ক হলেন বালাগঞ্জের কামরুল হুদা জায়গীরদার



কামরুল হুদা জায়গীরদার

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বালাগঞ্জের কামরুল হুদা জায়গীরদার। তিনি বালাগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি। কামরুল হুদা জায়গীরদার বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার (০২ অক্টোবর) বিকালে ২৫সদস্য বিশিষ্ট সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অন্য ২৪জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন – আবুল কাহের চৌধুরী শামীম, এডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, এডভোকেট আশিক চৌধুরী, মইনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামিম আহমেদ ও আহমেদুর রহমান চৌধুরী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!