গত মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১১ টার দিকে ফেঞ্চুগঞ্চ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আহমেদ জাবেদ (৩৯), যুগ্ম আহবায়ক রফিকুল হাসান চৌধুরী সুজন(৩০), যুগ্ম আহবায়ক দিনার আহমদ শাহ (৩৪), সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর আহমদ (২৭) ও ছাত্রদল নেতা মাহদী ইসলাম চৌধুরী শাহী (২৭)।
ফেঞ্চুগঞ্চ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার বদরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা নাশকতামামলার আসামী। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে ছাত্রদল নেতাদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান তসলিম আহমদ নেহারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা এক বিবৃতিতে বলেন, অহেতুক বিনা কারণে একের পর এক ছাত্রদল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। তাঁরা এসব হয়রানি বন্ধ ও অনতি বিলম্বে ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।