প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলামের জন্য সৈনিক চাই। তিনি বলেন, আল্লাহ তাঁদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলো আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। তিনি গত মঙ্গলবার (০২ মার্চ) রাতে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার হযরত শাহ সুলতান (রহ.) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, যারা ইসলামের দুশমন, বিশ্বনবী (সা.)’র দুশমন তাদের বিপক্ষে কঠোর থাকতে হবে। ইসলামের পথে চলতে গেলে জুলুম, নির্যাতন, নিন্দা, কটাক্ষ সহ্য করতে হবে। অপবাদের ভয়ে ইসলামের পথ থেকে সরে দাঁড়ানো যাবে না। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে কারো সাথে শত্রুতা করা যাবে না। আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে হবে। স্থানীয় হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।
মাহফিলে অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশিষ্ট আলেম নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা হাসান জামিল, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসিমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।