বালাগঞ্জে পূবালী ব্যাংকের বুথের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ মার্চ) বালাগঞ্জ মদনমোহন কমপ্লেক্স এর নীচ তলায় পূবালী ব্যাংকের এ বুথের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জিএম দেওয়ান জামিল মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন – সিলেট অঞ্চল প্রধান মসি উদ্দিন খান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান তপাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি প্রদীপ দাস, ব্যবসায়ি মোস্তাক আহমদ, আব্দুল আলীমসহ শাখার সকল কর্মকর্তা।