শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত, আহত ৪জন



ওসমানীনগরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র জুনাইদ আহমদ রিফাত (৬) নিহত হয়েছে। আহত হয়েছেন নিহত রিফাতের মা-বাবা ও ভাই বোন। নিহত সাইদুর বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর গ্রামের মীর সাইদুর রহমানের ছেলে। পহেলা ফ্রেবুয়ারি (শুক্রবার ) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়াবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, অটোরিকশা চালক মীর সাইদুর রহমান তার স্ত্রী সন্তানদের নিয়ে অটোরিকশাযোগে সিলেট থেকে বাড়ি ফেরার পথে কুরুয়া এলাকায় হবিগঞ্জগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে তিনিসহ তার স্ত্রী সন্তানরা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তার বড় ছেলে জুনাইদ মারা যায়।

হাইওয়ে পুলিশের এসআই সুহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা হতাহতদের পাইনি। তাদের পরিচয় আমরা জানার চেষ্টা করছি এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!