জানা গেছে, অটোরিকশা চালক মীর সাইদুর রহমান তার স্ত্রী সন্তানদের নিয়ে অটোরিকশাযোগে সিলেট থেকে বাড়ি ফেরার পথে কুরুয়া এলাকায় হবিগঞ্জগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে তিনিসহ তার স্ত্রী সন্তানরা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তার বড় ছেলে জুনাইদ মারা যায়।
হাইওয়ে পুলিশের এসআই সুহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা হতাহতদের পাইনি। তাদের পরিচয় আমরা জানার চেষ্টা করছি এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।