সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের নগদ অর্থ বিতরণ



রাজা সায়মন : দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন কৃতি সন্তান শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব কাপ্তান হোসেনের প্রতিষ্ঠিত ‘মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্ট’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা মোগলাবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও দাউদপুর ইউনিয়নের ২ টি ওয়ার্ডের ৬ টি ভ্যানুতে প্রায় ১২০০ অসচ্ছল পরিবারকে নগদ অর্থ হাদিয়া স্বরূপ অনুদান প্রদান করা হয়।

অনুদান বিতরণের পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় কাপ্তান হোসেন বলেন- মানবিক দায়বদ্ধতার নিমিত্ত্বে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার সকল সেবামূলক কাজ। আল্লাহ যেন আমৃত্যু মানুষের সেবা করার তাওফিক দান করেন। ট্রাষ্টের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান-অধ্যাপক মুহিবুর রহমান, ট্রাষ্টের উপদেষ্টা সোনাহর আলী সোনা মেম্বার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দারা, যুগ্ম সম্পাদক ও সমাজকর্মী আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ রাজু, সমাজসেবা সম্পাদক জাহেদ হুসেন, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম মঞ্জু, নির্বাহী সদস্য- জাহাঙ্গীর আলম মুশিক, হারুনুর রশিদ হিরণ, আফতাব উদ্দিন ,আব্দুল জব্বার, শামীম আহমদ, রায়হান আহমদ, সমাজকর্মী শাকিল মাহমুদ মইন, শহিদুল ইসলাম, রুহুল ইসলাম- প্রমুখ।

ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়ন সহ সিলেটের বিভিন্ন অঞ্চলে বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাষ্টের সদস্য সমাজকর্মী শাকিল মাহমুদ মইন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!