শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উদ্বোধনী খেলায় দক্ষিণ সুরমাকে হায়িয়ে বালাগঞ্জের শুভ সূচনা

ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন



বালাগঞ্জে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩১ জানুয়ারি ) বেলা আড়াই’টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর পোষ্ট
অফিস সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক, ইউনিটি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মাদ এমরানুর রহমান ইমরান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযুদ্ধা মো. হুসন আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লারে অর্থ-সম্পাদক এসএম হেলাল, সমাজকর্মী আব্দুল মুনিম মাফিক, লিলু মিয়া, এনামুল হক মকদ্দুস।

ইউনিটি ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক লিটনুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদ খালেদ আহমেদ ও ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটি ক্রিকেট ক্লাব’র প্রতিষ্ঠাতা
সহ-সভাপতি ফজলুল হক, ইউনিটি ক্রিকেট ক্লাবের কর্মকর্তা মোস্তাক হোসেন দিপু, আবু জুবায়ের শিপু, রুবেল আহমদ মিশু, সেলিম আহমদ, তামিম আহমদ, মো. রিজু মিয়া, নাহিদ আহমদ, খালেদ আহমদ, মছরু আহমদ, গাফ্ফার হোসেন টিপু,
মিজান চৌধুরী, জহিরুল ইসলাম জাকারিয়া, দানিয়েল অপু, মুজিবুর রহমান মুস্তফা, জামিল আহমদ, মোস্তাদিদুর রহমান মোক্তা, মুসাদ্দেক আহমেদ, গোলাম আসিফ রাহাত, জুয়েল আহমদ , জাহেদ আহমদ, সাহেদ আহমদ, সায়েম আহমদ, শাওন আহমদ, খালেদ আহমদ জয়,মশরুর আহমদ, জাহিদ আহমদ, সফিক মিয়া, তাহমিদ আহমদ, নাজাত হুসেন ইমরান, তানবীর আহমদ, নাকিব হাসান অনিক, কিবরিয়া আহমদ, তাহমিদ আহমদ, ছাইদ খান, আদনান খান প্রমুখ।

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় দক্ষিণ সুরমা উপজেলার পালপুর ক্রিকেট ক্লাব কদমতলীকে ১৬ রানে হায়িয়ে “বালাগঞ্জের মধুরাই এন, সি, আর ক্রিকেট ক্লাব” শুভসূচনা করে। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের শিপন আহমেদ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মারুফ আহমদ, ইনামুল হক চৌধুরী ঈমানী ও শরীফ বিন তাজ।

উদ্বোধী অনুষ্ঠানের একপর্যায়ে ইউনিটি ক্রিকেট ক্লাবের ৩০তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ক্যালন্ডার অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেছে। প্রথম পুরস্কার বিশ হাজার টাকা। এবং ২য় পুরস্কার হিসেবে রয়েছে দশ হাজার টাকা।

উলে­খ্য, এরআগে ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি বছরব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!