বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম খানের সুস্থতা কামনায় ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষক মো. সিরাজুল ইসলাম খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মো. সিরাজুল ইসলাম খান

পহেলা সেপ্টেম্বর (শনিবার) বাদ আছর উপজেলার মোরার বাজার জামে মসজিদে বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল আয়োজক শিক্ষার্থীদের একাংশ

উক্ত দোয়া মাহফিলে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাই উমরপুরী, শিওরখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ খান, সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের সহকারী শিক্ষক হাসান আহমদ, সমাজকর্মী মো. গিয়াস উদ্দিন, শামীম আহমদ, সাহেদ আহমদ, আমীর মোহাম্মদ শুভ (ডিডরাইটার), আবদুল জলিল মখন, মো. ফরিদ উদ্দিন, ছালেহ আহমদ সরকার, ফতহুল হাসনাত শিমুল, সন্তোষ রঞন দাস, তাপস দাস, এনামুল হক মখদ্দুছ, শামীম আহমদ, গোলাম মোস্তফা, মসজিদের মোতাওয়াল্লি দেলোয়ার হোসেন প্রমূখ সহ উপস্থিত মুসল্লিগণ শরিক হন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোরার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর শরিষপুরী।

দোয়া মাহফিলের একাংশ

উল্লেখ্য, সিরাজুল ইসলাম খান দীর্ঘ প্রায় ৩ যুগ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ২০১৪ সালে অবসর গ্রহণ করেন। প্রায় ৭০ বছর বয়স্ক এ প্রবীণ শিক্ষক বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তিনি গত কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে স্থানীয় মিশিগান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!