বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা আফিজ মিয়ার ইন্তেকাল : দাফন সম্পন্ন 



খাশিপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা আফিজ মিয়া (৯১) আর নেই। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮:১৫ ঘটিকার দিকে হৃদরোগ আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। একই দিন তাঁহার জানাজা বিকাল ৪:৩০ ঘটিকার সময় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় এবং দাফন সম্পন্ন হয়। জানাজায় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মরহুম আফিজ মিয়া বালাগঞ্জ সদর ইউনিয়নের ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বালাগঞ্জ বাজার বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ দুলু মিয়া ও যুবলীগ নেতা লিটন মিয়া ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!