সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর সম্পাদনায় প্রায় ২২বছর আগে থেকে বালাগঞ্জে প্রকাশিত অনিয়মিত পত্রিকা আয়না’র প্রকাশনা অব্যাহত রাখতে একটি কম্পিউটার প্রদান করেছেন যুক্তরাজ্যের মেয়রনেস, সমাজকর্মী শামীমা বেগম। ‘মালডন টাউন কাউন্সিল’র মেয়রনেস শামীমা বেগম বালাগঞ্জের কৃতিসন্তান দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির ‘মালডন টাউন কাউন্সিল’র নির্বাচিত মেয়র, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল হাফিজ জুয়েল’র সহধর্মিণী।
এদিকে কম্পিউটার প্রদানের জন্য মেয়রনেস শামীমা বেগমের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়নার সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।