আজ রবিবার সিলেট আসছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ঢাকা থেকে ফ্লাইটে দুপুর ১২. ৩০মিনিটে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ছাত্র জীবনেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি একাধারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।