বালাগঞ্জের হাসামপুরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ৩টি গ্রামের ১৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মাহে রমজান ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে উপজেলার হাসামপুরসহ হোসেনপুর ও বাবরকপুর গ্রামের ঘরে থাকা কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ মানুষের মধ্যে শুক্রবার (০১ মে) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম এসব খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন। এছাড়া খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন – মোঃ মাসুক মিয়া, আব্দুর ছবুর পুতুল মিয়া, আফিজ খাঁন, মাহমুদ হোসেন মাছুম,মনসুর আহমেদ, এমদাদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এব্যাপারে বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীসহ বিত্তশালীরা দেশের এই দুর্যোগকালে সহযোগিতার হাত বাড়িয়েছেন যা প্রশংসনীয়। গোপনেও প্রচার-প্রচারণা ছাড়া অনেকে সহযোগিতা করছেন। আমি আল্লাহর দরবারে তাঁদের মঙ্গল কামনা করছি। তাঁদের এ সাহায্য সহযোগিতাকে আল্লাহ কবুল করুণ।