বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি এবং শিক্ষকবৃন্দ সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন। এসময় কলেজের শিক্ষক, অভিভাবক এবং গভর্ণিং বডির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
গত রোববার (০৩ অক্টোবর) রাতে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের কামালবাজারস্থ বাসভবনে সাক্ষাতকালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, গভর্ণিং বডির সদস্য আতিকুর রহমান, তাহির উদ্দিন, তজমুল আলী, হেলিম উল্লাহ, প্রভাষক গউছ উদ্দিন, ছালেহ আহমদ, বাদশা লিটন, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম এবং প্রভাষক জাকারিয়া টিপু উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছে গভর্ণিং বডির নেতৃবৃন্দ এবং শিক্ষকবৃন্দ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের পড়ালেখার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।