ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর এলাকায় ও পাইথল গ্রামে আকাশ থেকে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের দুটি ট্যাংক পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম আলোতে প্রকাশিত খবরে জানা যায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানিয়েছেন, গয়েশপুরের বটতলা একটি মসজিদের পাশে বিমান থেকে একটি ট্যাংক পড়ে গেছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। এর ঠিক পাশেই ৩০০গজ দূরে আরেকটি ট্যাংক পাইথল গ্রামে পড়ে। বিষয়টি বিমানবাহিনীকে জানানো হয়। সন্ধ্যায় বিমানবাহিনীর সদস্যরা ট্যাংক দুটি উদ্ধার করে নিয়ে যায়।
বিমানবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করার পর ওয়ারেন্ট অফিসার আব্দুল মতিন জানান, একটি প্রশিক্ষণ বিমান ঢাকা থেকে উড্ডয়নের পর কারিগরি ত্রুটি থেকে ঘটনাটি ঘটে। পরে জরুরি ভিত্তিতে খবর পেয়ে এসে ড্রপ ট্যাংক দুটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত করে ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে।