তরুণ উদ্যোক্তা মিসবাহ বি এস চৌধুরী বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিচালক পদে নির্বাচিত হন।
মিসবাহ চৌধুরী রানিজ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, লন্ডন টি এক্সচেঞ্জ এর ডাইরেক্টর, গ্লোবালেন্সার ইউকে লিমিটেড, স্মোক ইন্ড স্টেক হাউসের কর্ণধার, বিশেষ করে ইউএসএ , ইউকে , ইউএই এবং বাংলাদেশ রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। এছাড়া তিনি আইটি বিজনেস, এডুকেশন বিজনেসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।
পাশাপাশি তিনি ব্যবসার চারিটি কাজেও বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি রয়েল ফ্রী লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট এর অন্যতম ট্রাস্টি। এছাড়াও বাংলাদেশে পথ শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ এমপি এবং মেয়ররা ইতোমধ্যে পরিদর্শন করেছেন।