বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশনেন – আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামসউদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পূর্বগৌরিপুর এর নবনির্বাচিত চেয়ারম্যান এম মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম হাসান শাহরিয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া, এজিএম আব্দুর রশীদ, কৃষিকর্মকর্তা মোঃ সুমন মিয়া, ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তয়রুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া, এস আই পিংকু দে, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি শাহাবুদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম তছলু, ডাঃ হামিদা বেগম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লাকী রানী দে, সিএ দারা মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বালাগঞ্জ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আগামীতে আরো সুন্দরভাবে পরিচালিত হয় সেদিকে গুরুত্বারোপ করা হয় এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে ক্রেষ্ট প্রদান করা হয়।
এদিকে একই দিন উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভা ও অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর সভাপতিত্ব করেন।